হবিগঞ্জ সংবাদদাতা : ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির বৃন্দাবন কলেজ শাখা।
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আহমদ, জেলা সেক্রেটারি লায়েক আহমদ, বৃন্দাবন কলেজ ছাত্রশিবির সভাপতি শাহিনুর রহমান, সেক্রেটারি নুর উল্লাহ মোহাম্মদ তানভীরসহ কলেজ শাখা ও বিভিন্ন ইউনিট শাখার নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি বৃন্দাবন কলেজের সাধারণ শিক্ষার্থীও অংশ গ্রহন করে। এ সময় বক্তারা, গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, “এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা জাতির ভবিষ্যৎ ছিল। এই দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন মহান আল্লাহর দরবারে এই প্রার্থনাই করছি।” মাহফিলে দেশের জন্য শান্তি, স্থিতিশীলতা ও দুর্যোগমুক্তির দোয়া করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ইসলামী ছাত্রশিবির সবসময় মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট থাকে। এ সময় বক্তারা, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ও দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবিও জানান।