নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি জেনারেল জননেতা ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, পবিত্র মাহে রমযানের প্রকৃত শিক্ষা হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। আল্লাহর নির্দেশে আমরা নামায আদায় করি, যাকাত দেই, রোজা রাখি। তবে কেন আল্লাহর নির্দেশ মেনে চলি না। তবে কেন রাষ্ট্র্র চলবে মানুষের তৈরি মতবাদ দিয়ে। আল্লাহর নির্দেশ মানলে রাষ্ট্র তো চলবে কুরআনের আইন দিয়ে। তিনি বলেন আমরা নামায কায়েম করেছি, যাকাত আদায় করেছি এখন বাকি শুধু ইসলামী রাষ্ট্র ব্যাবস্থা প্রতিষ্ঠা করা। এই একটি কাজ করতে পারলে সমাজে, রাষ্টে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজ ব্যাবস্থা গড়ে তোলার জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিকারী পাড়া ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম আজাদ খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন মাওলানা মুবিনের রহমান শুরা ও কর্ম পরিষদ সদস্য জামায়াতে ইসলামী ঢাকা জেলা। এতে অন্যান্যদের মধ্যে মাওলানা এডভোকেট ইব্রাহীম খলিল আমীর নবাবগঞ্জ পূর্ব থানা, মাওলানা হারুনুর রশিদ আমীর নবাবগঞ্জ পশ্চিম থানা, জামায়াত নেতা মাজেদ ভাই, মোস্তাক আহমেদ সেক্রেটারি জেনারেল নবাবগঞ্জ পূর্ব বক্তব্য রাখেন। এছাড়াও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ী

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরিষাবাড়ী উত্তর আদর্শ থানা শাখার অন্তর্গত মহাদান ইউনিয়ন শাখা’র উদ্যোগে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া পশ্চিমপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত ইউনিয়ন শিবিরের সেক্রেটারী মুকাদ্দেস বিল্লাল মুরছালিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহাদান ইউনিয়ন শিবিরের সভাপতি সুজন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুরআন বিতরণ ও বক্তব্য রাখেন জেলা শিবির সভাপতি আবু বকর সিদ্দিক। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ইঞ্জি. মাসুদুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিবিরের অফিস সম্পাদক নাইম হাসান, সরিষাবাড়ী উত্তর আদর্শ থানা শাখা’র সভাপতি আহমেদ আরিফ, সেক্রেটারি আক্তার হোসেন, সরিষাবাড়ী উত্তর আদর্শ থানা শাখা’র সাবেক সভাপতি আক্তারুজ্জমান সোহাগ, পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক থানা সভাপতি মাওলানা আহম্মদ আলী।

আশাশুনি

রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকাল ১০টায় আশাশুনি মহিলা কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ আশাশুনি উপজেলা শাখা এ সভার আয়োজন করে। উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বারী’র সভাপতিত্বে ও প্রভাষক শাহজাহান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা ও খুলনা অঞ্চল টিম সদস্য আলহাজ্ব হাফেজ মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার।

সৈয়দপুর (নীলফামারী)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করা হয়েছে। গত শনিবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় সৈয়য়দপুর উপজেলা মডেল মসজিদে এর আয়োজন করা হয়। এতে সৈয়দপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর সদর শাখার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নীলফামারী জেলার সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ও বর্তমান নীলফামারী শহর শাখার বায়তুল মাল সম্পাদক আব্দুর রহিম। সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ হাফিজুল ইসলাম।

মতলব

চাঁদপুরের মতলব দক্ষিণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মতলব পৌরসভার ২নং ওয়ার্ড ধনারপাড়ে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৬১ নং চাঁদপুর-২ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন।

ফুলপুর, ময়মনসিংহ

উপজেলার রহিমগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রহিমগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি উবাইদুল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ , জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহাবুব আলম মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির হোসেন মাস্টার, পৌর জামায়াতের সভাপতি আতিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রেদোয়ান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন রহিমগঞ্জ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোতালেব হোসাইন।

ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির আমডুঙ্গিহাট মাদ্রাসা মাঠে উপজেলার শিবনগর ইউপি বিএনপির আয়োজনে আমডুঙ্গিহাট মাদ্রাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গত রবিবার শিবনগর ইউপির আমডুঙ্গিহাট মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ আলী আনসারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোস্তাক আহম্মেদ খোকন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ সাহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ও ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক।

মৌলভীবাজার

জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ছাত্র আন্দোলনের সাবেক জেলা ও শহর দায়িত্বশীল ভাইদের নিয়ে মতবিনিময় ভ্রাতৃশিবির ও ইফতার মাহফিল রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল এর সঞ্চালনায় ও জেলা জামায়াতের আমির ও সাবেক জেলা, মহানগরী ও কেন্দ্রীয় কাপ সদস্য ইঞ্জিনিয়ার সাহেদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মাওলানা হারুনুর রশীদ তালুকদার সাবেক জেলা সভাপতি আজিজ আহমেদ কিবরিয়া সাবেক জেলা সভাপতি সৈয়দ তারেকুল হামিদ সাবেক শিবির দায়িত্বশীল আলাউদ্দিন শাহ সাবেক শিবির দায়িত্বশীল মাওলানা আব্দুল হক প্রিন্সিপাল, জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা, মৌলভীবাজার আব্দুল কুদ্দুস নোমান সাবেক কেন্দ্রীয় বিভাগীয় সদস্য হাফেজ তাজুল ইসলাম সাবেক হবিগঞ্জ, জেলা এবং শহর সভাপতি ফখরুল ইসলাম প্রমুখ।

কক্সবাজার

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (১৩ মার্চ) কক্সবাজার শহরে স্থানীয় রেস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ইলির সঞ্চালনায় বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মো. মাহবুবর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কামাল হোসেন আজাদ, এনটিভি জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সিবিসি নিউজের বার্তা প্রধান শাহজাহান চৌধুরী শাহীন, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি দেশ টিভির জেলা প্রতিনিধি মো. আব্দুর রহমান।

শরীয়তপুর

শরীয়তপুর জেলার কর্মরত সাংবাদিকদের সাথে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর শাখা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় চৌরঙ্গীস্থ জেলা জামায়াতের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়ায় কর্মরত ৭০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জাময়াতের আমীর অধ্যক্ষ মাও: আবদুর রব হাশেমী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশারফ হোসেন মাসুদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাও: মাসুদুর রহমান। এছাড়াও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মো: শাহজালাল চৌধুরীসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

রায়পুর (লক্ষ্মীপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর উপজেলার উদ্যোগে রায়পুরে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে।

রবিবার বিকেলে রায়পুর শহরের গুহা কনভেনশন হলে উপজেলা আমীর মাওলানা নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা নায়েবে আমীর ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট নজির আহমাদ। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, জেলা শূরা সদস্য সরদার সৈয়দ আহমাদ, রায়পুর পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, উপজলা সেক্রটারি এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, পৌর সেক্রেটারি আশরাফুল রাকিব ও অন্যান্য নেতৃবৃন্দ।

জামালপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বালিজুড়ী ফাজিল মাদ্রাসা মাঠে রোববার বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জামায়াতের উপজেলা আমীর মাওঃ মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. ফরহাদ হোসেনের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতেরর জেলা সেক্রেটারী ও জেলা আইন জীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুল আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী এড. সুলতান মাহমুদ।

অন্যান্যদের মধ্যে কবি ও সাহিত্যক আব্দুল আজিজ জামালীসহ বীর মুক্তিযুদ্ধা, বিএনপি, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ, ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো : স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ পরিদর্শন করেন। গতকাল রোববার তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের বিভিন্ন বিষয় খোজ-খবর নেন। তিনি ডেন্টাল হাসপাতালের স্পেশালাইজড বিভিন্ন বিভাগগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সুপরিসর ও সমৃদ্ধ সেন্ট্রাল লাইব্রেরি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, বাংলাদেশ গ্যাস্ট্রে-এন্ট্রোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন, হেলথ এর বিভাগীয় পরিচালক, চট্টগ্রাম জেলা সিভিল সার্জনসহ গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সিআইএমসি কনফারেন্স কক্ষে বিশেষ সভায় তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এতে ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটির ইসি কমিটির পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ, সেক্রেটারি ও অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, ইসি কমিটির সদস্যদের মধ্য হতে অধ্যক্ষ নুরুল আমিন, ফয়সাল মোহাম্মদ ইউনুছ, ট্রেজারার জালাল উদ্দিন আকবর, অধ্যাপক মো. নুরুন্নবী, ডা. মো. রেজাউল করিম, ডা. মো. ইফসুফ, জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোমিনুল হক খোকন, সিআইএমসি অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, সিআইডিসি অধ্যক্ষ অধ্যাপক আকরাম পারভেজ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. আবু নাসের, নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস রুবি দত্তসহ বিভিন্ন বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আইন বিভাগের উদ্যোগে কিশোরগঞ্জ উজান ভাটি হল রুমে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ আইয়ুব আলী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি এটর্নি জেনারেল অব বাংলাদেশ মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমযান আলী, কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মু আজিজুল হক, ঢাকা বারের আইনজীবী এডভোকেট শেখ রোকন রেজা, এডভোকেট মো, মাহবুবুর রহমান, আবু নাসের মোঃ ফারুক সঞ্জু, জামায়াতের সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, এডভোকেট মোঃ মোসলেহ উদ্দিন সুমন প্রমুখ।

দোয়ারাবাজার

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশন’র সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,উপজেলা জামায়াতের নায়বে আমীর মোহাম্মদ কামাল উদ্দিন।

উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন’র সঞ্চালনায় উক্ত মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এমদাদুর রহমান, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলার উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ রহমান মেম্বার, সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।

কুমারখালী (কুষ্টিয়া)

কুষ্টিয়ার কুমারখালীতে বিশিষ্ট নাগরিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে কুমারখালী-যদুবয়রা গড়াই সেতু সংলগ্ন রংধনু রেষ্টুরেন্টে এই ইফতার মাহফীল অনুষ্ঠিত হয়।

শিক্ষক ও সাংবাদিক মাহমুদ শরীফের সঞ্চালনায় ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান শেখ, কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, ব্যাংক কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, মাওলানা জুলফিকার আলী, ডাঃ শরীফুলইসলাম, অধ্যাপক জিল্লুর রহমান মধূ, বিএনপি নেতা কে এম আলম টমে প্রমুখ। কুমারখালীতে এজাতীয় এটাই প্রথম ইফতার মাহফিলে আড়াই শতাধীক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন ।

সলঙ্গা (সিরাজগঞ্জ)

আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ উল্লাপাড়া উপজেলার যুবসংঘের উদ্যোগে সালাত ও মাহে রমযানের ফজিলত তাৎপর্য ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৫ মার্চ, ১৪ রমযান ২৫ ইং) বাদ যোহর হতে উল্লাপাড়া উপজেলা শাখা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যুবসংঘের আয়জনে সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়ন ২নং ওয়ার্ড আমশড়া অধ্যাপক সাইফুল ইসলামের বাড়িতে এই আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাখাওত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মর্তুযা।

পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) উপজেলা কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ মাও. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জাময়াতের সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাও. আব্দুল লতিফ তরফদার। এসময় পলাশবাড়ী আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু তালেব মাস্টার ও উপজেলা সাবেক সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে উপস্থিত মেহমানগণ রমযানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।