বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াত একটি আদর্শবাদী, গণতান্ত্রিক ও গণমুখী রাজনৈতিক দল। আমরা মানুষের বিপদে-আপদে সাধ্যমত তাদের পাশ থাকার চেষ্টা করেছি। সে ধারাবাহিকতায় আমরা সামান্য হাদিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তিনি বিপদাপন্ন মানুষের দুর্দশা লাঘবে সরকার সহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

গতকাল রোববার লক্ষ্মীপুরের একই পরিবারের নিহত ৭ জনের পরিবারের সাথে সাক্ষাৎ এবং নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, থানা যুব বিভাগের সভাপতি তাওসীফ হাসনাহাইন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন আল আজাদ, সেক্রেটারি মাওলানা জাহিদ হোসনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং এলাকাবাসী। মহানগরী সেক্রেটারি তার সঙ্গীদের নিয়ে নিহতদের কবর জিয়ারত এবং তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

ড. রেজাউল করিম বলেন, মৃত্যুতে মানুষের কোন হাত নেই। এটি আল্লাহ নির্ধারিত সময়েই হয়ে থাকে। তারপর যেকোন মৃত্যু স্বজনদের জন্য খুবই বেদনাদায়ক। বিশেষ করে একই সাথে একই পরিবারের ৭ জনের নিহত হওয়ার ঘটনা খুবই হৃদয়বিদারক। তারপরও আল্লাহর ফয়সালার ওপর কারো কোন হাত নেই। তাই যেকোন বিপদে ধৈর্যধারণ করতে হবে। আর সবরকারীদের জন্য আল্লাহ তা’য়ালা মহাপুরস্কারের ঘোষণা দিয়েছেন। নিহতদের জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া এবং স্বজনদের সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন।

তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী-বাকশালীরা দেশে অপশাসন-দুঃশাসন চালিয়েছে। কিন্তু ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। তারা আবার দৃশ্যপটে ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু বীর জনতা তাদের সে ষড়যন্ত্র কোনভাবেই সফল হতে দেবেনা। যারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও জনগণ কোনভাবেই মেনে নেবে না। তিনি আরো বলেন, জামায়াত সত্য, ন্যায় ও ইসনাফ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জামায়াত কারো সাথে আপোষ করবে না বরং দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও তা রক্ষার জন্য সবকিছু করকে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি।