ঝিনাইদহ সংবাদদাতা : ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনর্শিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের অর্থায়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের ডিএই পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম।
সদর উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এবং অত্র সাগান্না ইউনিয়নের দুই জন উপসহকারী কৃষি অফিসার, বিভিন্ন এনজিও কর্মীসহ পার্টনার ফিল্ড স্কুল প্রকল্পের প্রায় ৪০ জন সদস্য প্রমুখ।