ফেনী সংবাদদাতা : নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে ফেনীতে নির্যাতন বিরোধী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সম্প্রতি ফেনী প্রেস ক্লাবের সভাকক্ষে মতবিনিময় সভায় ছেলের গুমের শিকারে জড়িতদের বিচারের দাবিতে হতভাগা মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠে সভাস্থল। অধিকার, ফেনী ইউনিটের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম। অধিকার ফেনী’র ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মুলপ্রবন্ধ পাঠ করেন মানবাধিকার কর্মী শেখ আশিকুন্নবী সজিব।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের শিকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক আনন্দ তারকা পত্রিকার সম্পাদক এম মামুনুর রশিদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, লায়ন্স ক্লাব অব ফেনীর নবনির্বাচিত প্রেসিডেন্ট জাফর উল্লাহ।
বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক সুপ্রভাত ফেনী’র ভারপ্রাপ্ত সম্পাদক ফিরোজ আলম, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারিকুল ইসলাম মজুমদার, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, শিক্ষক এম ডি মোশারফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় মুহাইমিন তাজিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী শাহীন, গুমের শিকার মাহবুবুর রহমান রিপনের বড় ভাই শিপু।
অধিকার এর সংগৃহীত তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারে আমলে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত ১৮২ ব্যক্তি নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ২০২৪ এর ৯ অগাস্ট থেকে ২০২৫ সালের ২০ জুন পর্যন্ত ১০ ব্যক্তি নির্যাতনে মৃত্যুবরণ করেন।