চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিএমপির উপ-কমিশনার (পোর্ট ) আমিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।
গতকাল বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর পোর্ট জোন কার্যালয়ে গিয়ে উপ-কমিশনারের সঙ্গে এ মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান; সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম; চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।
মতবিনিময়কালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, উসকানিমূলক কর্মকা- এড়িয়ে চলা এবং গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখার জন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।