গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক একটি কর্মশালা গাজীপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন। সভাপতিত্ব করেন গাজীপুরের স্থানীয় সরকারের উপপরিচালক, আহাম্মদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের এডিসি মোতাসিম বিল্লাহ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থানীয় সরকারের সহকারী পরিচালক মোঃ মুশফিক - উল-আলম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ব্যবস্থাপক (বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প) সাবিনা ইয়াসমীন।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারপ্রাপ্তির জন্য গ্রাম আদালত একটি কার্যকর মাধ্যম। এটি সময়, অর্থ ও হয়রানিমুক্ত ন্যায়বিচার নিশ্চিত করে। তবে এই ব্যবস্থাকে পুরোপুরি কার্যকর করতে হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত উদ্যোগ, সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।