মীরসরাই সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে স্থানীয় মিঠাছরা সাসা ক্লাবে অধ্যক্ষ মাওলানা রেজাউল হক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মজলিসুল মোফাসসেরিন বাংলাদেশের সহ সভাপতি জনাব সাইয়েদ অধ্যক্ষ মাওলানা আবু নোমান। প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন আজ সময়ের দাবি আমাদের কে ঐক্যবদ্ধ হতে হবে। মীরসরাই এর ময়দানে আলেম ওলামাদের পদচারণায় মুখরিত। আমরা আশা করতে পারি আগামীতে ওলামাদের ঐক্যের মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। সম্মেলনের সভাপতি অধ্যক্ষ মাওলানা রেজাউল হক সাহেব বলেন আলেম ওলামাদের ঐক্য ছাড়া ইসলামের বিজয় কখনও সম্ভব নয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম ১ মীরসরাই আসনে মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী এডভোকেট সাইফুর রহমান তিনি বলেন দ্বীন প্রতিষ্ঠায় ওলামাদের ঐক্যের কোন বিকল্প নেই। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওঃ বোরহানউদ্দিন, আদর্শ শিক্ষক ফেডারেশন।