নাটোরে দেশের উন্নয়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ‘জনগণের কথা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. আ. আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মেহেদী হাসান এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।