হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারী উপজেলার ফতেপুর মধুরঘোনা-মাদার্শা সংযোগ সড়কে নির্মাণাধীন আলাওল আরসিসি গার্ডার ব্রীজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। ব্রিজের কাজ অসমাপ্ত থাকায় ফতেপুর, উত্তর মাদার্শা ও গড়দুয়াড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে গিয়ে স্থানীয়দের জীবননাশের আশঙ্কাও বাড়ছে। খালের ওপর পারাপারের জন্য অস্থায়ীভাবে নির্মিত নামমাত্র বাঁশের সেতু দিয়ে চলাচলের সময় সম্প্রতি দুইজন শিক্ষার্থী খালে পড়ে গেলে স্থানীয়দের দ্রুত তৎপরতায় তারা প্রাণে রক্ষা পান। বক্তারা জানান, এর আগেও একাধিকবার এমন দুর্ঘটনা ঘটেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সেতুর পশ্চিম পাশ অর্থাৎ ফতেপুর অংশে কিছু জমি সংক্রান্ত বিরোধের কারণে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। দ্রুত এসব সমস্যা মীমাংসা করে সেতুর কাজ পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, আলাওল আরসিসি গার্ডার ব্রীজটি নির্মিত হলে ফতেপুর, উত্তর মাদার্শা ও গড়দুয়াড়া ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং সার্বিকভাবে এলাকার জীবনযাত্রার মান উন্নত হবে।

মানববন্ধন থেকে দ্রুত সেতুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের জন্য কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।