চট্টগ্রাম (হাটহাজারী) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উলামা পরিষদ গাজীপুর টঙ্গীর বিটিসিএল টিএন্ডটি কলোনির জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে হত্যার উদ্দেশ্যে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রবিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের জন্যে দেশব্যাপী অশান্তি সৃষ্টি ও সাম্প্রদায়িক সহিংসতার পরিকল্পনায় ইসকন নামে সংগঠনটির ভূমিকা সন্দেহজনক — তাই তাকে নিষিদ্ধ করে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্তি ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানানো হলো।

দৈনিক ইনকিলাব +১ হাটহাজারী উলামা পরিষদের সভাপতি মুফতী জসিম উদ্দিন ও সেক্রেটারি জেনারেল শায়খুল হাদীস মাওলানা জাফর আহমদের পাঠানো সংবাদ বিবৃতিতে বলা হয়েছে—গত কয়েক মাস ধরে মুফতিকে চিঠি ও ফোনে হুমকি-ধমকি দেয়া হচ্ছিল। (বিবৃতির ভাষ্য অনুসারে) অপহরণকারীরা মুফতিকে ফজরের নামাজ শেষ পরে হাঁটতে গেলে একটি অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়; তাঁকে বেদম পেটানো ও নগ্ন করে লাঞ্ছিত করা হয় এবং তাঁকে ও অন্য আলেমদের তালিকাভুক্ত করে মারার হুমকি দেয়া হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, অপহরণকারীদের ভাষা ও কথাবার্তা শুনে তাঁরা বাংলাদেশি বলে মনে হয়নি।

উলামা পরিষদ সফলতার সঙ্গে জনগণের সামনে তুলে ধরেছে যে—গত কয়েকদিনে ইসকন সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে সংযুক্ত নানা অভিযোগ (আইনজীবী হত্যাকা-, নাবালিকা নির্যাতন ইত্যাদি) একই সূত্রে গাঁথা বলে তাদের অনুমান। তাই তারা আন্তর্জাতিক উদাহরণ অনুসারে বাংলাদেশেও ইসকনকে উগ্রবাদী ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে তালিকাভুক্ত করে কার্যক্রম বন্ধ করার এবং অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার করার দাবি তোলেন। দেশের শান্তি ও সামাজিক সমন্বয় বজায় রাখার দায়িত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে আসার আহ্বানও তারা জানান।