গাজীপুরের জেলা প্রশাসক পদে আবারও পরিবর্তন এসেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেনকে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ৮ নভেম্বর ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে গাজীপুরের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছিল। কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের আগেই নতুন সিদ্ধান্তে তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ আলম হোসেন। ফলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গাজীপুরে জেলা প্রশাসক পরিবর্তন হলো।

অন্যদিকে, গাজীপুরের বিদায়ী জেলা প্রশাসক নাফিসা আরেফিনকে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। জানা গেছে, আগামী রোববার দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও নতুন নিয়োগের ফলে আনুষ্ঠানিক যোগদানে কিছুটা বিলম্ব হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ১৭ নভেম্বর ঢাকায় নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হবে। এরপরই তারা নিজ নিজ জেলায় দায়িত্ব নিতে পারেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন (বিসিএস নং ১৬১২৬) ২০২৫ সালের ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি ২০২১ সালের ৭ মার্চ সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি পান। জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ১২ নভেম্বর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলন কক্ষে যে সাক্ষাৎকার বোর্ড বসে, তাতে তিনি ছিলেন তালিকার ১০ নম্বরে। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।

প্রশাসন সূত্রে জানা যায়, মো. আজাদ জাহানের গাজীপুরে নিয়োগকে ঘিরে প্রশাসনের ভেতরে আলোচনা ও আপত্তি ওঠে। তার বিরুদ্ধে অতীত দায়িত্বকালীন সময়ে রাজনৈতিক স্লোগান দেওয়া এবং নিজ এলাকায় সরকারি জমিতে অবৈধ ঘের তৈরির অভিযোগ ছিল। এসব বিতর্কের মধ্যেই সরকার নতুন সিদ্ধান্তে আজাদ জাহানকে সরিয়ে দিয়ে নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে নতুন মুখ হিসেবে মোহাম্মদ আলম হোসেনকে দায়িত্ব দিয়েছে।