ভিসা আবেদনকারীদের প্রতারণামূলক কর্মকা- থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। গতকাল বৃহস্পতিবার দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।
দূতাবাস জানায়, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের পরিচয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এ বিষয়ে দূতাবাস সবাইকে সতর্ক থেকে প্রেরকের ই-মেইল ঠিকানা যাচাই করার পরামর্শ দিয়েছে। বার্তায় বলা হয়, কোনো তথ্য পাঠানোর আগে অনুগ্রহ করে ই-মেইল ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। যদি নিশ্চিত না হন যে ই-মেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টালের, তাহলে দূতাবাসের ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন।