নেত্রকোনা সংবাদদাতা : বৃহস্পতিবার বেলা ১১টায় নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনের মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও ভুক্তভোগী সহপাঠীরা মানববন্ধন করেন।
মানববন্ধনের বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ লুৎফর হায়দার ফকির, সহকারি শিক্ষক মোসা আলী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আব্দুর রহীম, বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক) সভাপতি হাবিবুর রহমান খানসহ আরো অনেকে।
এছাড়াও শিক্ষার্থী জিনাত আক্তার, সৌরভী আক্তার ও ঐশ্বর্য বিশ্বাস তাদের বক্তব্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান রেখে বক্তারা বলেন, আসামি চারজন অথচ একজনও গ্রেফতার হয় নাই। ঘটনার চারদিন পার হয়েছে। আসামিরা দ্রুত গ্রেফতার না হওয়াতে ভুক্তভোগীর পরিবার আতঙ্কের মধ্যে বখাটেদের হুমকি
মুখে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল (সোমবার) এ ঘটনায় ওই দিন রাতেই ভুক্তভোগী ছাত্রীর বড় বোন মোছা. সিমলা আক্তার (সাথী) বাদী হয়ে যৌননিপীড়নের দায়ে থানায় মামলা দায়ের করেন।