খুলনায় সন্ত্রাসী হামলায় আহত যুবক পলাশের মৃত্যু হয়েছে। সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে। এর আগে সন্ত্রাসীরা রোববার রাতে খুলনা শান্তিধাম মোড় জাতি সংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। যাতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। পলাশ খুলনা সদর থানাধীন মতলেবের মোড়ের জনৈক মো. আব্দুল হামিদ খানের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, রোববার রাত ৯ টার দিকে গুরুতর আহত অবস্থায় যুবক পলাশকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার অবস্থা খারাপ হওয়ায় রাতে ওই যুবকের পেটে অপারেশন করা হয়। কিন্তু সন্ত্রাসীদের আঘাতের পরিমাণ এতটা খারাপ ছিল যে তাকে অপারেশন করেও তাকে বাচানো সম্ভব হয়নি। সোমবার সকাল সোয় ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী হামলায় আহত যুবক পলাশের মৃত্যু হয়েছে সকাল সোয় ৮ টার দিকে। সন্ত্রাসী গ্রেপ্তারে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনও পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মৃত ওই যুবকের আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর শান্তিধাম মোড় জাতি সংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় প্রতিপক্ষের সাথে বাধে পলাশের বিরোধ হয়। তার জের হিসেবে হত্যার উদ্দেশ্যে পলাশকে ধারালো অস্ত্রদিয়ে পেটে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা খারাপ দেখে রাতে তার অপারেশন সম্পন্ন করে চিকিৎসকরা।