কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি পতিপাদ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ও কুমারখালী ভেটেরিনারি হাসপাতাল, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কুমারখালী জেএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বুধবার সকালে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাইসুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদ রানা। বিকালে মেলায় ৩০টি ষ্টলে ৮টি ক্যাটাগরিতে প্রাণী প্রদর্শকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।