বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে ঈদসামগ্রী বিতরণ করে। সম্প্রতি নগরীর ৩, ২, ৫, ২৭, ২১, ২৩, ১১. ১০, ১৬, ১৭ পাঁচথুবী, আমড়াতলী ইউনিয়নে ঈদসামগ্রী বিতরণ করে। কুমিল্লা মহানগরী আমীর ও কুমিল্লা ৬ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণে এসময় উপস্থিত ছিলেন, মহানগরী জামায়াতে সেক্রেটারি মু. মাহবুবর রহমান, মোশারফ হোসেন, নাছির আহম্মেদ মোল্লা, ৩নং কাউন্সিলর প্রার্থী কাজী নজির আহম্মদ, সাইফুল হক চৌধুরীসহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দেশের স্বাধীনতার ইতিহাস ৫৪ বছর অতিক্রম হলেও মানুষের অর্থনৈতিক মুক্তি আজও মেলেনি। সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। একশ্রেণির রাজনীতিবিদ দেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। এমতাবস্থায় জামায়াতই একমাত্র আশা-ভরসার স্থল। জামায়াতের সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব লাইনচ্যুত ট্রেনকে একমাত্র সঠিক পথে পরিচালিত করতে পারে।’