মাগুরা সংবাদদাতা: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি কর্মকর্তা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ মাগুরা সার্কেলের সহকারী পরিচালক কেশব কুমার দাস, বিআরটিএ মাগুরা সার্কেলের মোটর যান পরিদর্শক কুতুব উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল , মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ অন্যরা।

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি জাতীয় সমস্যা। নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য শুধুমাত্র আইনের প্রয়োগ যথেষ্ট নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা প্রয়োজন। পথচারী, চালক এবং যাত্রী-সকলকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং বেপরোয়া গতি পরিহার করাই পারে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে।

ঝিনাইদহ সংবাদদাতা : বকেয়া বেতন পরিশোধ, ১২তম গ্রেডে উন্নীতকরণ ও চাকরি প্রবিধানমালা প্রণয়নসহ ৮ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিভাগের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।

বুধবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন, খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সিএইচসিপি সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি তারিকুজ্জামান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যশোর জেলা সভাপতি আসলাম উদ্দিনসহ খুলনা বিভাগের ১০টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসলেও তারা এখনো প্রাপ্য বেতন, পদোন্নতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা সতর্ক করেন, দাবি পূরণে বিলম্ব হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বটিয়াঘাটায় : বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। নিরাপদ সড়ক চাইপথ যেন হয়,শান্তির মৃত্যুর নয়।এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে খুলনা বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমিরপুর ইউনিয়নের.খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নিরাপদ সড়ক চাই (নিসচা),খুলনা জেলা শাখার সভাপতি মোঃতরিকুল ইসলামের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সাখার সহ সভাপতি ও ৭নং আমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম খান জনির পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান পিএএ পরিচালক, (ইঞ্জি:) বিআরটিএ খুলনা বিভাগ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার খুলনা।

মোংলা : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”Íএই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) মোংলা উপজেলা শাখার উদ্যোগে ফেরিঘাট চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ সড়ক কেবল আইনের প্রয়োগে নয়, বরং এটি মানবিক দায়িত্ব ও সামাজিক অঙ্গীকারের বিষয়। সড়কে দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী-সব শ্রেণির মানুষের সমান সচেতনতা অপরিহার্য। তারা সবাইকে মানসম্মত হেলমেট ব্যবহারে উৎসাহিত করেন এবং নির্ধারিত গতিসীমা মেনে চলা, মোবাইল ফোন ব্যবহার না করে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অনুসরণের আহ্বান জানান।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রতি জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

তিনি তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি জাতীয় সমস্যা। নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য শুধুমাত্র আইনের প্রয়োগ যথেষ্ট নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা প্রয়োজন। পথচারী, চালক এবং যাত্রী-সকলকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং বেপরোয়া গতি পরিহার করাই পারে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে।