চট্টগ্রাম বারের নির্বাচিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান উত্তর জেলা জামায়াত কার্যালয়ে জেলা জামায়াতের আইন সম্পাদক জসিমুদ্দীন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরীর, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার নুরুচ্ছালাম।
সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচিত সহ-সভাপতি এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুস, সহ-সাধারন সম্পাদক এডভোকেট ফজলুল বারী, সদস্য এডভোকেট রুবায়েত ফেরদৌস, এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট সাহেদ হোসেন, এডভোকেট সাজ্জাদ এডভোকেট কামরুল হাসান, এডভোকেট মোরশেদ খান। সিনিয়র আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট, মহিউদ্দিন হাশেমী, এডভোকেট শাহাদাত হোসাইন, এডভোকের আশরাফ সিদ্দিকী, এডভোকেট ইসমাঈ গনি,এডভোকেট আশরাফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি উত্তর জেলা জামায়াতের পক্ষ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের পৃথিবীতে মানবজাতির যে বিপর্যয় এর মূল কারণ হচ্ছে মানুষ ন্যায় ও ইনসাফ থেকে দূরে সরে এসেছে। কোরআন মানুষের মধ্যে ন্যায় ও ইনসাফের কথা বলে, নবনির্বাচিত আইনজীবীদেরকে আইন অঙ্গনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করে যেতে হবে দেশের সংকটকালীন সময়ে আইনজীবী নেতাদের মজলুম মানুষের পাশে থাকতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।