DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

আন্তর্জাতিক নারী দিবস পালিত

“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

উপজেলা সংবাদদাতা
Printed Edition
fsdfsd
জয়পুরহাটের পাঁচবিবিতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি

“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের শূরা সদস্য এম ওয়াজেদ আলী, সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক শহীদুল ইসলাম বাবর, আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, সাতকানিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন ও রেহেনা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্ততর কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, পিকেএসএস এর নির্বাহী কর্মকর্তা ডেইজী আহমেদ, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা প্রমুখ।

সভায় নারীর সমতা, নারীর অধিকার, ক্ষমতা, উন্নয়নে সমান অংশীদার করার আহ্বান জানান বক্তারা।

পলাশবাড়ি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর এর আয়োজনে এক র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তফাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু। উপজেলা বিএনপির সভাপতি আঃ সামাদ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহানাজ পারভিন সাংবাদিক ফজলুল হক দুদু, সিরাজুল ইসলাম প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট)

জয়পুরহাটের পাঁচবিবিতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় পাঁচবিবি জয়পুরহাটের আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ তদন্ত ইমায়েদুল জায়েদী, অগ্রগামী নারী বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আখতার চৌধুরী, পামডোর নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার, নারী উদ্যোক্ত হিরা খাতুন, ছাত্র প্রতিনিধি আল আমিন ফকির, ফারজানা আক্তার প্রমুখ। সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্তর প্রদর্ক্ষিণ করে।