খুলনার ফুলতলার সুপার জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট ) রাত সাড়ে নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টার ফলে রাত সাড়ে ১১ টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খুলনা ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ফুলতলার সুপার জুট মিলে আগুন লাগার খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রওনা দেয়।
পর্যায়ক্রমে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১০টা ৪১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাটে আগুন লাগার কারণে এখনো ধোঁয়া বের হচ্ছে। এজন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটি নির্বাপনের কাজ করছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জুট মিলের একটি গোডাউনে ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেনি।