মোঃ হানিফ সরকার, গৌরনদী (বরিশাল) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈল ঝাড়া) নির্বাচনী মাঠে রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতায় মাঠ গরম হয়ে উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাফেজ কামরুল ইসলাম খানের পক্ষে আগে থেকেই পাড়া মহল্লায় হাট বাজারে মতবিনিময়, পথসভা, নির্বাচনী উঠান বৈঠক করে আসছে বিএনপি থেকে সদ্য মনোনয়ন প্রাপ্ত সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন দলের মনোনয়ন পাওয়ার পর নেতা কর্মীরা নির্বাচনী কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। সর্বত্র নির্বাচনী হাওয়া বয়ে বেরাচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেই প্রার্থী ঘোষণা করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশেষে ঘোষণা করে সাবেক এমপি জাহির উদ্দিন স্বপনকে। তার নেতাকর্মীরা ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন সহ নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন। ইসলামী আন্দোলন বরিশাল-১ আসন মোঃ রাসেল সরদার কেধ প্রার্থী হিসেবে বিজয়ী করতে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করে প্রচারণা চালাচ্ছেন হাটবাজারে চায়ের স্টলে ভোটারদের প্রশ্ন জামায়াত না বিএনপি এবার নতুনদের ভোট সংস্কারের পক্ষে যাবে সাধারণ ভোটাররা পরিবর্তন চান। সুষ্ঠ নিরাপক্ষ ভোট হলে জামায়াত জয়লাভ করবে বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা। এ আসনে বিএনপির সমর্থকরা দাবি করেন বিপুল ভোটে বিএনপি জয় লাভ করবে। ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্র সঠিকভাবে ভোট দেওয়ার উপর নির্ভর করছে কোন দল বিজয় লাভ করবে।