পবিত্র মাহে রামাদানে কিডস ক্রিয়েশন টিভির কুইজ কনটেস্ট-জিনিয়াস কিডস ২০২৬ -সিজন-৩ এর ঢাকা মহানগরীর সিলেকশন রাউন্ড শনিবার গুলশানস্থ মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও দেশীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর। উপস্থাপনায় ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান নাট্যকার আহসান হাবিব খান। বিশেষ অতিথি ছিলেন বিসিএর সভাপতি মো: আবেদুর রহমান ও বিশিষ্ট গীতিকবি নাঈম আল ইসলাম মাহিন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কিডস ক্রিয়েশন টিভি শিশু-কিশোরদের জন্য এই অনন্য আয়োজন আমাদের নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে সাহায্য করবে। এতে করে আমরা একটি সুস্থ ও মনন শীল জাতি নির্মাণে আরো একধাপ এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে কিডস ক্রিয়েশনের সিইও বলেন, আজকের শিশুরাই আমাদের আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই জিনিয়াস কিডস অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা জ্ঞানের আলোয় নিজেদেরকে উদ্ভাসিত করবে। এ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর প্রায় একশত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এর আগে গত ১৪ ও ১৫ জানুয়ারি সকাল ১০টায় অনলাইনে বিভাগীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী কথা ও দিক নির্দেশনা প্রদান করেন কিডস ক্রিয়েশন টিভির সিইও ও মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বায়জীদ মাহমুদ।

১ম দিনে বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মোস্তফা মনোয়ার। এবং ২য় দিনে দায়িত্ব পালন করেন কবি ও গীতিকার নাঈম আল ইসলাম মাহিন। এছাড়াও দায়িত্ব পালন করেন কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রধান আহসান হাবীব খান। প্রডিউসার মাজেদুর হাসু, মিরাদুল মুনীম, আইটি বিভাগের প্রধান হাফিজুর রহমান, অ্যাকাউন্টস অফিসার ওবায়দুল্লাহ নিজামী ও জিয়াম কাদের।

১ম দিনে অনুষ্ঠিত হয় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ ও ২য় দিনে রাজশাহী , বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগের অডিশন ।

অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই-ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার জিটিভি ও দৈনিক নয়া দিগন্ত। সম্প্রচারিত হবে রমাদানে প্রতিদিন সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে একই সাথে জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে।