গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে মাহে রমযানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি উপজেলার আলিয়া মাদ্রাসা মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গোপালপুর থানা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড: আতাউর রহমান, উপজেলা আমীর হাবিবুর রহমান তালুকদার, সেক্রেটারি ইদ্রিস হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘মাহে রমযানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি জানানো হয়।
হালুয়াঘাট : শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর হালুয়াঘাট পৌর শাখার উদ্যোগে মাহে রমযানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং অশ্লীলতা এবং বেহায়াপনা বন্ধের দাবিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাট শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মোঃ: মোয়াজ্জেম হোসেন মাস্টার, সেক্রেটারি জহিরুল হাসান দুদু, কর্মপরিষদ সদস্য মোশাররফ হোসেন ও মাওলানা আবু বকর সিদ্দিক, সংসদ সদস্য পদপ্রার্থী মাহফুজুর রহমান মুক্তা, পৌর সভাপতি অধ্যাপক খালেদ আহমদ শামসুল আলম পনির, পৌর সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান নূর প্রমুখ।
সাদুল্লাপুর : আল্লার আইন চাই, সৎ লোকের শাসন চাই এই কথা এখন মানুষের মুখে মুখে। একমাত্র আল্লাহর আইন দ্বারাই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সাদুল্লাপুর উপজেলার দামোদুরপুর ইউনিয়নের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি জননেতা অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবু।
গত মঙ্গলবার বিকালে পশ্চিম দামোদুরপুর দাখিল মাদ্রাসায় এ কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমনের সভাপতিত্বে কর্মী সমাবেশে ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম, ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুর রউফ, প্রমুখ। কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াত, যুব জামায়াত ও ছাত্রশিবিরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।