ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিবাড়ির বাসিন্দা তরুণ হাফেজ বেল্লাল হোসেন (১৮) ক্যানসারে আক্রান্ত। সে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর সোমনাথ দের চিকিৎসাধীন। তার শিক্ষক পিতা জানান, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তিনি এখন সর্বস্বান্ত। ছেলের চিকিৎসার জন্য আরও ৬ লাখ টাকা প্রয়োজন। তাই তিনি সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : এম এ জাফর, ইসলামী ব্যাংক, মহাখালী শাখা, মুদারাবা অ্যাকাউন্ট নম্বর-২০৫০১৯১০২০২৬৯৪৬০৭, বিকাশ (পারসোনাল) ০১৩৪২৪৭০৬২০, ব্যক্তিগত যোগাযোগ-০১৩৪২৪৭০৬২০।

হাফেজ বেল্লাল হোসেনের পিতা এম এ জাফর বলেন, অল্প বেতনের একজন শিক্ষক। ছেলের চিকিৎসার খরচের কারণে স্বর্বসান্ত হয়ে পড়েছি। বর্তমান ঠিকানা ৩০/১, হামিদা মঞ্জিল, চেয়ারম্যানবাড়ী, খিলক্ষেত, ঢাকা, স্থায়ী ঠিকানা: ফুলগাজী মুন্সিবাড়ী, বসুরহাট, ফেনী। তাই সমাজের বিত্তমান ব্যাক্তিদ্বয় ও প্রবাসী ভাইদের প্রতি করজোড়ে আবেদন একজন হাফেজের চিকিৎসার জন্য একটু হাত বাড়িয়ে দেন। হয়তো আপনাদের সাহায্যের অর্থ পেলে ছেলেটি সুস্থ জীবনে ফিরে আসতে পারে। বিজ্ঞপ্তি