নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের বাবা হাজী আলা উদ্দিন (৭৮) বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক শফিকুল ইসলামের বাবার মৃত্যুতে নান্দাইলে কর্মরত সাংবাদিকরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গ্রাম-গঞ্জ-শহর
সাংবাদিক সমাজের শোক
নান্দাইলে সাংবাদিক শফিকুল ইসলামের পিতৃবিয়োগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের বাবা হাজী আলা উদ্দিন (৭৮) বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Printed Edition
