ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চন্ডীদ্বারে ৯ জন বিএনপি নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার রাতে স্থানীয় ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে দলে গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং ব্রাহ্মণবাড়ীয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার।
তিনি বলেন, “দেশে এখন দাঁড়িপাল্লার পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে জনগণ দূর্নীতিবাজ, চাঁদাবাজ ও স্বজনপ্রীতিমূলক রাজনীতিকে প্রত্যাখ্যান করবে। ইনসাফভিত্তিক সমাজ ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য জনগণ দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।”
আতাউর রহমান সরকার আরও বলেন, “বিগত সময়ে কসবা-আখাউড়া অঞ্চলের টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা ছিল দূর্নীতি ও অনিয়ম। জনগণ আমাদের দায়িত্ব দিলে আমরা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর গোলাম মুর্তজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, সহকারী সেক্রেটারি এস. এম. আজাদ মানিক, শ্রমিক নেতা জামাল মিয়া এবং গোপিনাথপুর ইউনিয়ন সেক্রেটারি খলিলুর রহমান।
নবযোগদানকারী বিএনপি নেতা-কর্মীরা বলেন, “দেশে যে অন্যায়, অবিচার ও বৈষম্য চলছে— তার অবসান ঘটাতে জামায়াতের আদর্শই একমাত্র বিকল্প। আমরা জনগণের পাশে থেকে ইনসাফ ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।”
এর আগে আতাউর রহমান সরকার কুটি ১ ও ৬নং, খাড়েরা, ধর্মপুর, এবং গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার ও ফতেহপুর এলাকায় গণসংযোগ ও মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।