জামালপুর সংবাদদাতা : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ জামালপুর শাখার গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের উদ্যোগে গতকাল সোমবার সকল ১০টার দিকে শহরের সকাল বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, আল বেরুনী অটো রাইস মিলের বিনিয়োগ গ্রাহক অধ্যাপক মো. হারুন রশিদ, আল জাবের এন্টাপ্রাইজের আঃ মান্নান, বিনিয়োগ গ্রাহক সুলতান মাহমুদ, বৈষময়বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের আবু সাইম, সোহেল মাহমুদ, জোবাইর হোসেন, দেলোয়ার হোসেনে প্রমুখ। বক্তারা ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও এস আলম কর্তৃক অবৈধ ভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতি বিলম্বে ছাটাইয়ের দাবিতে জানান।