যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে কুন্দরহাট হাইওয়ে থানা এড়িয়ার হোটেল মালিকদের সাথে মতবিনিময় করেছে বগুড়া হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন। ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে বগুড়া হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শহিদ উল¬াহ্। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক ও দৈনিক সংগ্রামের বগুড়া প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকা ও বাংলা টিভির বগুড়া জেলা প্রতিনিধি মোঃ ইমরান হোসাইন লিখন।

সভায় প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন ঈদে ঘরমুখো মানুষগুলোর সেবা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর কিন্তু আপনাদের সহযোগিতা না পেলে এটি বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে পড়বে। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং আপনাদের হোটেলের অতিথিদের সেবা করুন। পাশাপশি আপনাদের কারণে যেনো মহাসড়কে কোন ধরনের যানজট না হয়ে সেদিকে খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখবেন। ঘরমুখো রোজাদার মানুষগুলোর জন্য হোটেলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন শতভাগ নিশ্চিত করতে হবে। তা না হলে হাইওয়ে পুলিশ আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। হোটেলের নির্দিষ্ট স্থানে শৃঙ্খলা মেনে গাড়ি পার্কিং করতে হবে এসবে যদি কোনও ধরনের গাফিলতি দেখা যায় তাহলে হোটেলে গাড়ি প্রবেশ বন্ধ করে দেয়া হবে। এছাড়া আরোও বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা মানুষগুলোর সুবিধার্থে দিক নির্দেশনা ও সতর্কতামূলক প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও কন্ট্রোলরুমের ঠিকানা ও ফোন নম্বর দেয়া রয়েছে। যে কোন সমস্যায় এই ফোন নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানায় প্রধান অতিথি।