যশোরের (ঝিকরগাছা) সংবাদদাতা: উপজেলা জামায়াতের আয়োজন গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ নভেম্বর বিকাল ৩টায় পৌর সদরের বি.এম হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমান মর্যাদা দিয়ে সমান অধিকার-এর ভিত্তিতে নারী পুরুষের জন্য একটা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসবিহীন কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই। গণজমায়েতে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আবু সাদেক কায়েম।