নরসিংদী সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র দে (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার সকালে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনের ওপর দিয়ে হেটে যাওয়ার সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি ঘোড়াশাল পৌরসভার পাইকসা গ্রামে বলে জানা গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।