রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫ টাকায় ইফতার বিক্রি হচ্ছে। কিছু তরুণদের উদ্যোগে প্রতিদিন বিকেলে ৭ প্রকারের ইফতার সামগ্রী নিয়ে বসেন তারা।
শনিবার (১৫মার্চ) বিকালে উপজেলার ধানগড়া পৌর বাজারের পল্লী বিদ্যুৎ মোড়ে এমন দৃশ্য চোখে পড়ে । জানা যায়, এলাকার যুব সমাজের উদ্যোগে রমযান উপলক্ষে রাস্তায় চলমান ও ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে এই ব্যাতিক্রম ইফতারের আয়োজন করা হয়েছে। কয়েকজন ক্রেতা জানান, এখানে ৭ প্রকারের ইফতার সামগ্রী আছে, আমরা এখান থেকে মাত্র ৫ টাকায় ইফতারের যেকোন একটি প্যাকেজ কিনতে পেয়ে আমরা ভিষন আনন্দিত। আয়োজকদের মধ্যে শেখ রিয়াদ, হিমেল,বিপুল সজিবসহ আরো অনেকেই জানান, আমরা প্রথমে বিনা মূল্যে ইফতার সামগ্রী বিতরণ করতে চেয়েছিলাম কিন্ত পরক্ষনে ভেবে দেখলাম বিষয়টা অনেকেই অন্য দৃষ্টিতে দেখতে পারেনবলেই নাম মাত্র দামে আমরা এই ৭ প্রকারের ইফতার সামগ্রী বিক্রি করছি। তারা আরো জানান, রমজানের মাস জুড়ে আমাদের এই কর্মকান্ড চালিয়ে জাবো। কেউ ইচ্ছে করলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন।