বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যাগে ফতুল্লা বিসিক শাখার উদ্যাগে শতাধিক শীতার্ত শ্রমজীবীদের মাঝে গতকাল শুক্রবার বিকেলে বিসিক এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে শ্রমিকদের জন্য আধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ কর্মস্থল ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। পাশাপাশি শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বৃত্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সভায় শ্রমিক নেতারা মাওলানা আবদুল জব্বারের প্রতি আস্থা রেখে তাঁর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন মুন্না, থানা সভাপতি খোরশেদ আলম রবিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।