‘পুরো জাতি এখন নির্বাচনমুখী’ বলে মন্তব্য করে সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমদ।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে তার সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় এ মন্তব্য করেন। সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ এবং রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন। বিভাগীয় কমিশনার বলেন, “গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাথে নির্বাচন বিষয়ে মতবিনিময় করেছেন। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি।” তিনি অন্যান্য দপ্তরগুলোকেও প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানান। আসন্ন শীত মৌসুমে কেউ যেন অবৈধভাবে পুকুর কাটতে না পারে মৎস্য দপ্তরকে সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কৃষি জমি ধ্বংস করে ফেললে চলবে না। আমাদের যেমন মাছ দরকার, তেমনি কৃষি জমি রক্ষা করাও জরুরি। সভায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়, অধিকাংশ নদীর পানি এখন কমতির দিকে। তবে পূর্বাভাস আছে যে, অতিবৃষ্টির কারণে এ বছর আরো একবার পানি বাড়তে পারে। পানি উন্নয়ন বোর্ড সতর্ক আছে এবং তাদের প্রস্তুতিও রয়েছে।