গ্রাম-গঞ্জ-শহর
বরিশালে জামায়াত কর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
বরিশাল নগরীর চৌমাথা বাজারের ব্যবসায়ী জামায়াত কর্মী হাফেজ মোস্তাফিজুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন চৌমাথা বাজার ব্যবসায়ী সমিতির নেতা কর্মীরা। মঙ্গলবার সকালে নগরীর হাতেম আলী
Printed Edition
বরিশাল নগরীর চৌমাথা বাজারের ব্যবসায়ী জামায়াত কর্মী হাফেজ মোস্তাফিজুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন চৌমাথা বাজার ব্যবসায়ী সমিতির নেতা কর্মীরা। মঙ্গলবার সকালে নগরীর হাতেম আলী চৌমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী নেতারা বলেন, ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালালেও তার প্রেতাত্মারা সব পালিয়ে যায়নি, স্বৈরাচারের দোসররা দেশের বিভিন্ন জায়গায় হামলা, চাঁদাবাজি ও ডাকাতি শুরু করেছে। সেই পরাজিত আওয়ামী প্রেতাত্মারা মোস্তাফিজের উপর হামলা চালিয়েছে, অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। যদি প্রশাসন এই আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার বা আইনের আওতায় নিয়ে না আসে তাইলে বরিশালের ব্যাবসায়ী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে, আমরা যেকোন মূল্যে সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবো।
উল্লেখ্য, চাঁদা না দেয়ায় ২৩ নং ওয়ার্ড জামায়াতের বিএডিসি ইউনিট সভাপতি হাফেজ মুস্তাফিজুর রহমানকে গত ০৭ই মার্চ শুক্রবার নগরীর চৌমাথায় নিজ ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে বেধড়ক মারপিট ও সন্ত্রাসী হামলা চালায় স্থানীয় আওয়ামী সন্ত্রাসী বাহিনী আব্দুল আলিম, মামুনসহ তাদের সহযোগীরা।