জামালপুর সংবাদদাতা: জামালপুরের ইসলামপুর উপজেলার চাঁদাবাজি মামলার আসামী সাজ্জাদ হোসাইন শাকিব (৩৫) সংবাদ সম্মেলন করেছেন। গতকাল ১৬ জুলাই দুপুরে জামালপুর শহরের শেখের ভিটার বাসায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শাকিব।
শাকিব বলেন, গত ১৭ মার্চ একটি কুচক্রী মহলের কারসাজিতে জনৈক আশরাফ ও তার সাঙ্গপাঙ্গরা চাঁদাবাজি তকমা দিয়ে আমাকে পুলিশের হাতে সোপর্দ করে।পুলিশে সোপর্দ করার আগে আমার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন ওই চক্রটি। তিনি নিজেকে একজন ঠিকাদার এবং আয়াত ট্রেডার্সের মালিক পরিচয় দেন। পুলিশের হাতে সোপর্দ করার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে চাঁদাবাজ হিসাবে ভাইরাল করেছে। এতেই শেষ নেয়। আমাকে ভূয়া ডিসি এসপি এবং ইউএনও হিসেবেও প্রচার করেছে। এহেন মিথ্যা - হয়রানি ও বিভ্রান্তি মূলক ষড়যন্ত্রের ফাঁদে ফেলে সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়। ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করছি। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ভুক্তভোগি সাজ্জাদ হোসানের পিতা সাইফুল ইসলাম এবং স্ত্রী বিপাশা শাকিব প্রমুখ।