তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : চলনবিলের তাড়াশ চাটমোহর সিংড়া গুরুদাসপুর ভাঙ্গুড়া উল্লাপাড়া রায়গঞ্জ এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই এলাকায় প্রায় ১ শতাধিক স্যালোমেশিন চুরি হয়েছে, ২ শতাধিক গরু চুরি হয়েছে, ছিনতাইয়ের কবলে সর্বস্বান্ত হয়েছে ১০/১২টি পরিবার। হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক এখন সন্ত্রাসীদের কবলে। বিশেষ করে মহাসড়কের ৮ ও ৯ নং এলাকায় চুরি ডাকাতির হচ্ছে। পুলিশের অভিযানে কিছু গ্রেফতার হলেও থেমে নেই অপরাধ। তাড়াশে অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ জুয়েল বেপারী (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। অপরদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মাহবুব (৩৫) নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলী, একটি ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়। রোববার বিকেলে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার মাহবুব খান কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ীবাড়ি গ্রামের মরহুম চান খানের ছেলে।
এর আগে, শনিবার উল্লাপাড়ার পাঁচলিয়া বাজার এলাকা থেকে মাহবুব খানকে গ্রেফতারা করা হয়েছে।
সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) একরামুল হোসাইন জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজার এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাহবুব খানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলী, একটি ম্যাগাজিন, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার একটি বাড়িতে সম্প্রতি ডাকাতি করা ৪৬ ইঞ্চি একটি এলএডি টিভি মাহবুবের নিজবাড়ি থেকে এবং সলঙ্গার একটি দোকান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবির (ওসি) আরো জানান, এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া সলঙ্গা থানায় একটি মামলা করেছেন। গ্রেফতার মাহবুব খানের বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় আরো আটটি ডাকাতি মামলা রয়েছে।