গাজীপুর মহানগরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, দলীয় সিদ্ধান্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানকে ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সদ্য বহিষ্কৃত চার নেতার মধ্যে দুই জনকে গ্রেফতারের পর রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে দলে-দলে মতবিরোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বিশেষ করে ধনাঢ্য ব্যবসায়ী ও টঙ্গীর সরকার পরিবারের সন্তান রাকিব উদ্দিন সরকার পাপ্পুকে ঘিরে।

র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের একটি দল গাজীপুর নগরীর পূবাইল এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের টঙ্গী পূর্ব থানা কমিটির সদ্য বহিষ্কৃত সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথীকে আটক করে। র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফ জানান, ‘তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’এর আগে, রোববার (৬ জুলাই) রাতে টঙ্গীর দত্তপাড়ার নিজ বাড়ি থেকে মহানগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপনকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, ‘জিয়াউল হাসান স্বপনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা রয়েছে, সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।’