নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর বাজারে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকাল ৪:৩০মিনিটে উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন জামায়াতের আমির জনাব আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের আমির ও নাটোর -১(লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মহসিন আলম।

সভায় বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জাতির অগ্রযাত্রার মূল ভিত্তি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “দেশে যদি সত্যিকার অর্থে ফেয়ার নির্বাচন নিশ্চিত করতে হয়, তবে অবশ্যই পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে। পাশাপাশি সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। তবেই জনগণ তাদের প্রকৃত মতামত প্রকাশ করতে পারবে এবং দেশ একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাবে।”

বিশেষ অতিথি বক্তব্যে মহশিন আলম বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনৈতিক নেতৃত্বের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার কোনো বিকল্প নেই।

মতবিনিময় সভায় অতিথিরা আগামী দিনের রাজনৈতিক করণীয়, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং নির্বাচনকে সামনে রেখে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন। দায়িত্বশীল নেতৃবৃন্দকেও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।