মোহাম্মাদ মনিরুজ্জামান, মোংলা : বিপন্ন প্রজাতির ডলফিন সংরক্ষণ ও স্থানীয় জনগণকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করতে পূর্ব সুন্দরবন বন বিভাগ সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে। গত ১৪ আগস্ট পূর্ব সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির আওতাধীন মোংলা বন্দরের পশুর নদীর ডলফিন অভয়ারণ্য এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা জনগণের মধ্যে সংরক্ষণ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

মাইকিং কার্যক্রমের নেতৃত্ব দেন স্টেশন অফিসার নজরুল ইসলাম শামিম। তিনি স্থানীয় জেলে ও নৌযান চালকদের উদ্দেশ্যে ডলফিন শিকার না করা, তাদের বিরক্ত না করা, এবং আবাসস্থল ধ্বংস থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া তিনি ডলফিন সংরক্ষণে আইনগত দিক ও এর গুরুত্ব সম্পর্কেও সচেতনতা বাড়ানোর চেষ্টা করেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “সুন্দরবনের ডলফিন শুধু একটি প্রাণী নয়, বরং জলজ প্রতিবেশের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। ডলফিনের উপস্থিতি নদীর স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের মান নির্দেশ করে। এগুলো রক্ষা করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব।” তিনি আরও জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে স্থানীয় জনগণ ডলফিন সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করে।

এ উদ্যোগের মাধ্যমে বন বিভাগ আশা করছে, নদীপথে চলাচলকারী জেলে, নৌযান চালক ও এলাকাবাসীর মধ্যে ডলফিন সংরক্ষণে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে এবং এই বিপন্ন প্রজাতি তাদের প্রাকৃতিক আবাসস্থলে নিরাপদে বেঁচে থাকতে পারবে।