৩’শ আসনের বিপরীতে ৪ দিনে মাত্র দেড়’শ দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে জাতীয় পার্টির। গত ১৭ ডিসেম্বর দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করা হয়, আজ রোববার ফরম বিক্রির শেষ দিন । অনেক প্রার্থী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঘোরা-ফেরা করলেও নানা শঙ্কার কারণে সময়ক্ষেপন করছেন। তারা শঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচন হবে কি-না ! নির্বাচন হলেও জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি-না ! আবার বিএনপির সঙ্গে জোটের গুঞ্জণ রয়েছে, জোট হলে তাদের পরিণতি কি হবে। এমন কিছু প্রশ্নে ঘুরপাক খাচ্ছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মনোনয়ন ফরম বিক্রির জন্য বিভাগ ভিত্তিক বুথ স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিতরণের দায়িত্ব পালন করছেন পার্টির ভাইস চেয়ারম্যান আখতার হোসেন দেওয়ান। কতটা মনোনয়ন ফরম বিক্রি হয়েছে গতকাল শনিবার বিকেলে জানতে চাইলে, টেবিলের উপরে থাকা টাকার রশিদ বহি তাড়াতাড়ি লুকিয়ে ফেলেন। তিনি বলেন, এখান থেকে সংখ্যা বলা যাবে না। পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম জানান, ২০ ডিসেম্বর বিকেল পর্যন্ত দেড় শতাধিক ফরম বিক্রি হয়েছে। আমরা আশা করছি শেষ দিনে মনোনয়ন ফরম বিক্রির পরিমাণ বাড়বে। তিনি বলেন, জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে নির্বাচনের লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত জোটের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। ইতোমধ্যে পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সদর), পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। আজ ২১ ডিসেম্বর মনোনয়ন ফরম বিক্রি শেষ হচ্ছে। ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করার কথা রয়েছে।