নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি, প্রেসক্লাব নান্দাইলের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সাংবাদিক শাহআলম ভূইয়া (৫০) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৬ ঘটিকায় ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। বিকাল ৫ টায় জানাজার নামাজ শেষে নান্দাইল ইউনিয়নের দত্তপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর অকাল মৃত্যুতে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সমাজ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম সাংবাদিক শাহ আলম ভূইয়া নান্দাইলের স্বপ্নবুনন মানবতা পরিষদ ও স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি একজন ধর্মভীরু ব্যক্তি হিসাবে সুনামের সহিত সাংবাদিকতার দায়িত্ব পালন করে গেছেন।
গ্রাম-গঞ্জ-শহর
নান্দাইলের ইত্তেফাক প্রতিনিধি শাহ আলম ভূইয়ার ইন্তিকাল
ময়মনসিংহের নান্দাইলে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি, প্রেসক্লাব নান্দাইলের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সাংবাদিক শাহআলম ভূইয়া (৫০) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।