চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কৃষি জমির উর্বর মাটি (টপসয়েল) কাটার অপরাধে আবদুল শুক্কুর নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামানের নেতৃত্বে বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান জানান, কৃষিজমির উর্বর মাটি কাটার বিষয়ে গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবদুল শুক্কুরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।