লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, নজরুলের আদর্শ আমাদের হৃদয় ও মননে প্রকৃতভাবে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, তবেই সাম্যের ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। নজরুল সমাজের কুসংস্কার ও ধর্মীয় অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নারীর অধিকারের প্রতি সচেতন ছিলেন এবং নারী জাগরণের কথা বলতেন। কিন্তু বর্তমানে অনেকে নারীর বিরুদ্ধে বিভিন্ন নির্যাতন চালাচ্ছে, মিথ্যা তথ্য ছড়িয়ে লাঞ্ছিত করছে। এসব থেকে বের হয়ে আসতে হবে, না হলে কখনো সত্যিকারভাবে বলা যাবে না যে আমরা নজরুলকে ভালোবাসি এবং তাঁর চেতনাকে লালন করি।

কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১৩ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা নজরুল একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম উদ্দিন নিজামী। সাধারণ সম্পাদক কার্তিক সেনগুপ্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, চৌমুহনী এস.এ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেড.এম ফারুকী, নজরুল একাডেমীর উপদেষ্টা এডভোকেট শাহাদাত হোসেন, একাডেমীর সহ সভাপতি উপাধ্যক্ষ হেলাল উদ্দিন মাহমুদ ও কবি এস এম জাহাঙ্গীর মডেল হসপিটালের এম ডি আ.হ.ম. মোশতাকুর রহমান , আধুনিক হসপিটালের ডি এম ডি মুন. শহীদুল্লাহ ও সেইফ হসপিটালের এম ডি কবি রাজু হাসান প্রমুখ।