নাটোরের নলডাঙ্গায় হাফেজ মোঃ ইউসুফ (২৮) নামে স্থানীয় মসজিদের ইমাম ও জামায়াতে ইসলামীর কর্মীকে প্রকাশ্যে মারধর ও বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে সাইদুর রহমান বিটল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সাইদুর রহমান বিটল নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও নলডাঙ্গা সাব-রেজিঃ অফিসের দলিল লেখক সমিতির সভাপতি।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার স্বীকার হাফেজ মোঃ ইউসুফ একই গ্রামের মৃত মোঃ শাহজাহানের ছেলে এবং একই এলাকার জোয়ানপুর বায়তুল নুর জামে মসজিদের ইমাম।
ভুক্তভোগী হাফেজ মোঃ ইউসুফ বলেন, আমার নিজের জায়গায় যখনই ঘরের কাজ শুরু করতে যাই তখনই বিএনপি নেতা সাইদুর রহমান আমার জায়গার সমস্যা আছে বলে কাজ করতে নিষেধ করেন । জমিতে ঘর বাড়ি করতে গেলে সাইদুর রহমান জমিটা পরিবর্তন করে অন্যটা নিতে বলে। আমি রাজি না হওয়ায় আমার প্রতি তারা খুবই ক্ষিপ্ত হয়। বার বার চেস্টা করেও কোন সমাধান করা যায়নি। একের পর এক সমাধানের দিনক্ষণ করলেও তারা বসেন না। মঙ্গলবার সকালে হাফেজ মোঃ ইউসুফ মিস্ত্রি নিয়ে বাড়ির কাজ শুরু করলে বিএনপি নেতা সাইদুর রহমান ও তার দুই শ্যালক শাহাদত হোসেন ও হাসিব বাঁধা দিয়ে তাকে মারপিট করে এবং অশ্লীল ভাষায় গালি গালাজ করেন।
এ সব বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা সাইদুর রহমান বিটল বলেন, তিনি বিবাদমান জায়গার মালিকানা দাবী করে আদালতে মামলা করেছেন। আদালতে মামলা এখনও মামলা চলমান রয়েছে। চলমান মামলার জায়গায় হাফেজ মোঃ ইউসুফ ঘর তুলতে গেলে তিনি নিষেধ করেছেন। মারপিটের অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবী করেন।
নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেছেন, হাফেজ মোঃ ইউসুফ বাড়ির কাজ শুরুর পর বিএনপি নেতা সাইদুর রহমান বিটল থানায় জমির মালিকানা দাবী করে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে বুধবার আপোষ মিমাংসায় বসার কথা। তার আগেই মঙ্গলবার কাজ শুরু করায় কিছু সমস্যা হয়েছে।