হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূ ধর্ষণের অভিযোগে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার (১২ জানুয়ারি) শেষ রাতের দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আটক আনসার সদস্যরা হলেন- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু সাঈদ (২৬) এবং টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের আজাহার আলীর ছেলে সাহাদৎ হোসেন (৩২)। ভুক্তভোগীর স্বামী জানান, শনিবার দিনগত রাতে তারা স্বামী,স্ত্রী মানিকগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে অনেক রাত হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে রাত আনুমানিক ১২টার দিকে তারা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অবস্থান নেন। এ সময় কর্তব্যরত দুই আনসার সদস্য নিরাপত্তার অজুহাতে তাদেরকে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান।
ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, এরপর বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে তাকে আলাদা স্থানে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়।
হাসপাতাল আনসার ক্যাম্পের সহকারী প্লাটুন কমান্ডার সাহেব মিয়া জানান, রাত তিনটার দিকে তিনি ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়।