নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা: নেছারাবাদে পান ব্যাবসায়ীকে আটকিয়ে ডিবি পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে মো নুরুল আমিন নামে এক ব্যক্তি। ব্যবসায়ী কৌশলে ৯৯৯-এ ফোন করে নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় প্রতারককে আটক করে। জানা যায়, একই এলকার জনৈক পান ব্যবসায়ী মো জাহিদ তাকে সহযোগিতা করেন, তাকে ধরতে পারেনি পুলিশ।
ভিকটিম পান ব্যবসায়ী সবুজ চন্দ্র হালদার (৩৬), পিতা- সুভাস চন্দ্র হালদার, সাং- বাটনাতলা ওয়ার্ড নং-৬, সে অত্র উপজেলা ৭নং গুয়ারেখা ইউনিয়নের অধিবাসী। সে নেছারাবাদ থানায় বিবাদীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করেন যে, বিবাদীদ্বয় অত্যন্ত খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। বিবাদীদ্বয় এলাকায় নানা রকম অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ায়।