কুমিল্লা অফিস : দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী’র ওলামা বিভাগের উদ্যোগে এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই ওলামা সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন সরকার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেমে দ্বীন ড. মুফতী আবুল কালাম আজাদ বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল ইসলাম শহীদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, মুফতী আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর আমীর ফেরদাউস আহম্মেদ, মুফতি মহিউদ্দিন, রাজামেহার ফাযিল মাদরাসার অধ্যক্ষ আবু ইউসুফ, সিদলাই ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ওয়াহেদপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ মোহাম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, বড় শালঘর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।