গাজীপুর জেলা নদী রক্ষা কমিটির উদ্যোগে জেলা নদ-নদীর তালিকা চূড়ান্তকরণের কাজ সম্পন্ন হয়েছে। এই তালিকা জেলা নদ-নদীর তালিকা চূড়ান্তকরণ কমিটির মাধ্যমে প্রণয়ন করা হয়েছে এবং তা গাজীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে (www.gazipur.gov.bd) প্রকাশিত হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকার বাইরে গাজীপুরে প্রবাহমান অন্য কোনো নদ-নদীর তথ্য কারও জানা থাকলে অথবা প্রকাশিত তালিকা সম্পর্কে কারও কোনো মতামত থাকলে তা লিখিতভাবে আগামী ১০ মার্চ ২০২৫ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্টরা জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টরের (আরডিসি) নিকট তাদের মতামত দাখিল করতে পারবেন।
এ বিষয়ে গাজীপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোহাম্মদ রায়হানুল ইসলাম জানিয়েছেন, "গাজীপুর জেলার নদ-নদী সংরক্ষণ ও সুরক্ষার জন্য এ তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল নাগরিকের মতামতকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তা পর্যালোচনা করা হবে।"
উল্লেখ্য, গাজীপুর জেলার নদ-নদীর তালিকা চূড়ান্তকরণ কার্যক্রম নদী দখল ও দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।