গ্রাম-গঞ্জ-শহর
সাবেক ছাত্রনেতা সোহেল রানার ইন্তিকালে শ্রমিক কল্যাণের শোক
সাবেক ছাত্রনেতা সোহেল রানার ইন্তিকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এক শোক বিবৃতি প্রদান করেন।
Printed Edition
সাবেক ছাত্রনেতা সোহেল রানার ইন্তিকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এক শোক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি সোহেল রানার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুম সোহেল রানা ছাত্রজীবন থেকেই বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা, সাহস ও সম্ভাবনার ছাপ রেখেছেন। ছাত্রজীবনে তিনি ছাত্রশিবিরের সাংগঠনিক পরিসরে এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে চট্টগ্রামের রাজপথে তার ভূমিকা ছিল অসামান্য। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখার কারণে তিনি বেশ কয়েকবার তিনি কারাবরণ করেছেন এবং দীর্ঘ জেলযাপন করেছেন। সর্বশেষ জুলাই অভুত্থানেও রাজপথে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন। আমরা তার এ সকল অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
মরহুম সোহেল রানা জামায়াতে ইসলামীর পাঁচলাইশ থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার ইন্তিকালে চট্টগ্রাম নগরীর একজন সাহসী যুবনেতাকে হারাল। আল্লাহতায়ালা তাঁর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার-পরিজন ও শিশুসন্তানকে সবরে জামিল দান করুন। সহকর্মী, দায়িত্বশীল ও কর্মীদের ধৈর্যধারণের তাওফিক দিন।
উল্লেখ্য, মরহুম সোহেল রানা চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫:৪০ টায় ইন্তিকাল করেন। তিনি পেশাগতভাবে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।